Miss World Manushi Chillar Salman Khan





সালমানের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মানুষীর



সম্প্রতি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন ভারতের মানুষী ছিল্লার। ইতোমধ্যেই চলচ্চিত্রের অফার আসা শুরু করেছে তার কাছে।



সে বিষয় এখনও বিশেষ কিছু জানাননি তিনি। তবে এর মধ্যেই তার জন্য সুখবর। শোনা যাচ্ছে, মানুষীকে নিজের ছবিতে ব্রেক দিতে চান সালমান।

ভারতের একোতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সালমান নাকি মানুষীকে এসকেফ প্রডাকশনে তাঁর আগামী ছবিতে মুখ্য ভূমিকায় নিতে প্রস্তুত। তাদের দাবি, সালমানের ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে এই খবর জানা গেছে। সেই কাজের প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।



এর আগে ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো অভিনেত্রীদের অভিষেক করিয়েছেন সালমান। সেই তালিকায় এখন মানুষীর নাম আসছে।



অবশ্য এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছিলেন, তিনি আমির খানের সঙ্গে ছবি করতে চান।


Comments