❖❖❖ Description ❖❖❖
পটলকে মনে আছে? খুদে অভিনেত্রী এখন কী করছে জানেন?
পটলকে মনে আছে? ঠিকই ধরেছেন জনপ্রিয় সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’র মুখ্য চরিত্র ‘পটল’। খুদে অভিনেত্রীর আসল নাম হিয়া দে।
সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর কী করছে পটল? না! টেলিভিশনে এই মুহূর্তে তাকে দেখা যাবে না। তা হলে?
আসলে এই প্রথম নাটকের মঞ্চে দেখা যাবে হিয়াকে। নাটকের নাম ‘ভদ্রেশ্বরীর গল্প’।
এই নাটকে হিয়া ছাড়াও বিশেষ ভূমিকায় রয়েছেন স্বাগতা মুখোপাধ্যায়।
এই নাটকের নির্দেশনা করেছেন ঋষি মুখোপাধ্যায়।
আগামী ৮ নভেম্বর অ্যাকাডেমিতে দেখা যাবে ‘ভদ্রেশ্বরীর গল্প’
বয়স মাত্র সাত হলে কি হবে ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার সবচেয়ে প্রিয় মুখ ছিল হিয়া দত্ত। মাসের আটাশ দিনই শুটিং নিয়ে ব্যস্ত ছিল।
হিয়ার মায়ের নাম শ্রাবণী দে, বাবার নাম উত্তম দে। হিয়ার বাবা একটি মুদি দোকান চালান। নিজেই মেয়ে আর স্ত্রীকে স্কুটারে চড়িয়ে শুটিং-এ দিয়ে যান। সে এখন ক্লাস টু ২ তে পড়াশোনা করে
Comments
Post a Comment