ভারতীয় ক্রিকেটের ব্যাপারে উন্মাদনা আগাগোড়াই দেখা গেছে। সবাই নিজের পছন্দের ক্রিকেটারের ব্যাপারে জানতে চায়। সে তারদে লাইফস্টাইল হোক বা তাদের ফ্যামিলির ব্যাপার। সবাই সেইসব কথা জানার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে।
ভারতীয় ক্রিকেটাররা তাঁদের স্টাইল এবং তাদের খেলার জন্য সারা বিশ্বে খুবই প্রসিদ্ধ। শুধু তাই নয় তাদের স্ত্রীরাও আছে যারা নিজের স্টাইলের জন্য অনেক প্রসিদ্ধ। তাদের স্ত্রীদের স্টাইলিং দেখে অনেকেই অবাক হয়ে যায়। তাদের সুন্দৌর্য এবং স্টাইল সারা মিডিয়াতেই ছেয়ে রয়েছে।
মিডিয়ার সামনে এই ক্রিকেটারের স্ত্রীরা মেকআপ লাগিয়ে খুবই সুন্দর লাগে এবং তারা ড্রেসআপ করে খুবই কনফিডেন্সের সাথে মিডিয়ার সামনে হাজির হন। কিন্তু আপনারা কি দেখতে চান মেকআপ ছাড়া কেমন লাগে এনাদের ? তাহলে দেরি কিসের আসুন দেখি।
১. হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসেরা
ক্রিকেট দুনিয়ার খুবই প্রসিদ্ধ স্পিন বোলার হরভজন সিং এর স্ত্রী হচ্ছেন গীতা। তিনি একজন বলিউড নায়িকাও ছিলেন। ২৯ শে অক্টোবর ২০১৫ তে দুজনের বিয়ে হয়। গীতাকে তো মেকআপে খুবই সুন্দর দেখতে লাগে।
২. রবীন্দ্র জাডেজা স্ত্রী রীবা সোলাংকি জাদেজা
টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ইঞ্জিনিয়ার রীবা সোলাংকিকে বিয়ে করেন। মেকআপে তো রীবাকে খুব সুন্দর লাগে দেখতে।
৩. শিখর ধবনের স্ত্রী আয়েশা ধবন
টিম ইন্ডিয়ার এক নাম্বার ব্যাটসম্যান শিখর ধবন ৩০ শে অক্টোবর ২০১২ তে আয়েশা মুখার্জিকে বিয়ে করেন। আয়েশা মুখার্জিকে মেকআপে যেমন সুন্দর লাগে তেমনি বিনা মেকআপেও ওনাকে খুবই সুন্দর দেখতে লাগে।
৪. যুবরাজ সিংয়ের স্ত্রী ও বলিউড অভিনেত্রী হেজেল কিচ
বলিউড অভিনেত্রী হেজল কিচ ক্রিকেটের যুবরাজ সিংয়ের সঙ্গে বহুদিন প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হেজল কে সিনেমার পর্দায় যতটাই গ্ল্যামারাস দেখায়, আসল জীবনে তাকে ততটাই সাধারন দেখতে।
৫. মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনী
ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সব সময় তার গ্ল্যামারাস লুকের জন্য মিডিয়াতে ছেয়ে থাকেন। যে সাক্ষীর উপর মিডিয়ার ক্যামেরা সবসময় থাকে তাকে বিনা মেকাপে এইরকমই দেখতে।
৬. গৌতম গম্ভীরের স্ত্রী নাতাশা
গৌতম গম্ভীর অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট টিমে নেই কিন্তু তিনি IPL টিমের ক্যাপ্টেন। ওনার স্ত্রী নাতাশা গম্ভীর ওনার মতনই চুপচাপ এবং শান্ত স্বভাবের দেখতে। নাতাশা গম্ভীর যেমন মেকআপে সুন্দর লাগে তেমনি বিনা মেকআপেও ওনাকে দেখতে খুবই সুন্দর।
৭. সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা রায়না
সুরেস রায়না তার ছোটবেলার বন্ধু প্রিয়াঙ্কাকে ৩ রা এপ্রিল ২০১৫ তে বিয়ে করেন এবং তারপরে তাদের একটা ছোট্ট মেয়ে হয়। প্রিয়াঙ্কা অস্ট্রেলিয়াতে থাকে এবং ক্রিকেটের ব্যাপারে তার কোনই সখ নেই। বিনা মেকআপে প্রিয়াঙ্কাকে এরকম দেখতে লাগে।
৮. রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে
রিতিকা আর রহিত শর্মা ৬ বছর ধরে একে অপরের সাথে প্রেম করার পর বিয়ে করেন। এমনকি যুবরাজ সিং কে তিনি তার নিজের দাদা হিসেবে দেখেন। বিনা মেকাপে এরকম দেখতে লাগে রিতিকাকে।
Comments
Post a Comment