❖ মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছিলেন ৮ বলিউড তারকারা? ❖
প্রিয় তারকার সব কিছুই যেন ভক্ত-অনুসারীর কাছে প্রিয় হয়ে উঠে, আর তাই প্রিয় তারকার সাম্প্রতিক সিনেমার নাড়ি-নক্ষত্রসহ বাড়ির কুকুরের নামটিও মনে রাখেন তারা। কেমন হয় যদি জানেন আপনার প্রিয় তারকাদের কে কোথায় গিয়েছিল তাদের মধুচন্দ্রিমায়? নিশ্চয় প্রিয় তারকার প্রিয় সেই জায়গাই আপনার কাঙ্ক্ষিত স্থান হয়ে উঠবে? চলুন তবে জেনে নেওয়া যাক, কে কোথায় কাটিয়েছেন নিজেদের মধুচন্দ্রিমা-
তখনও বলিউডের বাদশাতে রূপান্তরিত হননি শাহরুখ। স্ত্রী গৌরীর সাথে তার প্রেমের ঘটনা হার মানায় অনেক প্রাচীন প্রেম কাহিনিকেও। জানেন কি বিয়ের পর তাদের হানিমুন কোথায় কেটেছিল? পেশাগত কারণেই লন্ডন-আমেরিকায় নয়, শাহরুখ-গৌরীর হানিমুন কাটাতে হয়েছিল মুম্বাই এর এক সিনেমার শুটিং সেটে!
পতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলী খান এবং তার বেগম সাহেব কারিনা কাপুর খান নিজেদের উজ্জ্বলতায় সব সময়ই খবরের শিরোনাম হয়ে থাকেন। এমনকি তাদের পুত্র তৈমুরও জন্মেই বনে গেছেন সেলিব্রেটি। বলিউডের এই আকর্ষণীয় জুটি মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন সুইস আল্পসকে।
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের মতো বিয়ের সেলিব্রেশন বলিউডের খুব কম সেলিব্রেটিই করেছিলেন। সেলিব্রেটি এই যুগল নিজেদের মধুচন্দ্রিমা কাটাতে বেছে নিয়েছিলেন মালদ্বীপের এক সমুদ্র সৈকতকে।
ভারতের নামী ব্যবসায়ী এবং মিডিয়ার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ রায় কাপুর বিয়ে করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। খ্যাতিমান এই রিয়েল লাইফ জুটি মধুচন্দ্রিমার জন্য গিয়েছিলেন ক্যারিবিয়ান এক দ্বীপপুঞ্জে।
ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন বলিউডের সবচেয়ে আলোচিত জুটিদের একটি। মধুচন্দ্রিমার জন্য এই জুটি বেছে নিয়েছিলেন ইউরোপের একটি শহরকে।
শিল্পা শেঠী এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন বাহামার লাভার আইল্যান্ডকে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্টের হয়তো পাহাড়ের নির্জনতা বেশি পছন্দ, তাই স্ত্রী কিরণকে নিয়ে তিনি পাহাড়ি পঞ্চগনির নির্জনতায় মধুচন্দ্রিমা করতে গিয়েছেন।
মধুচন্দ্রিমার জন্য শহিদ কাপুর এবং তার স্ত্রী মীরা রাজপুতের পছন্দ ছিল লন্ডন শহরকে।
➤ Visit Our Website - https://www.bivinno.com
➤ Subcribe Us on YouTube - https://www.youtube.com/bivinno
➤ Like Us on Facebook - https://www.facebook.com/BiVinNo
➤ Fllow Us on Twitter - https://www.twitter.com/BiVinNo
Comments
Post a Comment