❖❖❖ Description ❖❖❖
মনে করা হয় মেয়েরা কথায়-কথায় রাগ দেখান। সেটা কিন্তু মোটেও ঠিক নয়। মেয়েরা বিশেষ বিশেষ কথায় রাগ করেন।
➤ কীসে রাগ করে মেয়েরা ? ➤কোন কথায় মেয়েরা রাগ করেন, জানতে হলে আগে জানতে হবে কোন কথায় মেয়েরা দুঃখ পান। আসলে মন খারপটাই রাগ হয়ে প্রকাশ পায়। কিন্তু ঠিক কোন বিষয়ে মেয়েরা মন খারাপ করেন, সেটা জানা না থাকলে কখন রাগ হবে সেটা বোঝা দায়। অনেক সময়ে প্রেমিকা বা স্ত্রী রাগ করলে অনেকে তা ভাঙাতে পারেন না। অনেক সময় বুঝতেও পারেন না, রাগ করেছেন কি না। তাই আগেই জেনে নিন সেই কারণগুলি—
১। প্রথম কথা, মেয়েরা মিথ্যা কথা বললেও শুনতে একদমই পছন্দ করেন না। সত্যি বলার চেষ্টা করুন। কঠিন সত্যিও বলুন। আর মেয়েরা মিথ্যা ধরতে পারেন তাড়াতাড়ি।
২। ফোন করার সঙ্গে সঙ্গে ফোন না-ধরলে মেয়েরা রেগে যান। যদিও ফোন না-ধরার তাঁদেরই বেশি। সে যাই হোক, ফোন তাড়াতাড়ি ধরুন। ফোন বেজে গেলে সন্দেহও করেন।
৩। আপনিও প্রচুর কাজ করেন। কিন্তু যখন বান্ধবী বা স্ত্রী একটু বেশি কাজ করবেন, তখন সান্ত্বনা দিন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। এড়িয়ে গেলে কপালে দুঃখ আছে।
৪। মনে রাখবেন, মেয়েরা ছোট ছোট কিছু বিষয়ে বেশি রাগ দেখান। এটা প্রতি মেয়ের আলাদা আলাদা কারণ হতে পারে। এমনকি, অনেকক্ষণ ফোন না করার জন্য রাগ হতে পারেন। আবার বেশি ফোন করার জন্যও হতে পারে। এটা বুঝে চলতে হবে।
৫। মেয়েরা কখনও তাঁর পরিবার বা বন্ধুদের নিয়ে কোন সমালোচনা সহ্য করতে পারেন না। তাই সামনাসামনি তো নয়ই, আড়ালেও তাঁর আপনজনেদের বদনাম না করাই ভাল। মনে রাখবেন শ্বশুরবাড়ির সব ভাল।
৬। মেয়েরা খুবই ‘হিংসুটে’। একজন মেয়ে কখনওই চান না, তিনি সঙ্গে থাকা অবস্থায় অন্য কারও সঙ্গে আপনি কথা বলেন বা বেশি সময় দেন। মেয়েরা এটাকে অবহেলা মনে করেন।
৭। মেয়েরা কথা দিয়ে কথা না-রাখলে রেগে যান। তাই কথা দেওয়ার আগে ভেবে নিন সেটা রক্ষা করতে পারবেন কি না। অপেক্ষা করিয়ে রাখলে তো রাগ চরমে ওঠে। কথা রাখা যাবে না বুঝলে আগেভাগেই জানিয়ে দিন।
এর পরেও মেয়েরা রেগে যেতে পারেন। তার জন্য কোনও কারণও দরকার হয় না। অনেক সময়েই বাড়তি গুরুত্ব পাওয়ার জন্য রাগ দেখান। সেক্ষেত্র গুরুত্ব দিন। আর সেটা না পারলে রাগ সহ্য করুন। মেনে নিন।
Comments
Post a Comment