বাংলাদেশ থেকে প্রোডাক্ট সেল করা

বাংলাদেশ থেকে প্রোডাক্ট সেল করা বিশাল ধরনের একটা হ্যাপা। হয় আপনাকে অনেক বেশী ট্রানজেকশন ফি দিতে হবে (যেমন প্লাইমাস, ফাস্টস্প্রিং) অথবা কোন কোনটাতে আপনার অবশ্যই পেপ্যাল থাকা লাগবে (যেমন ইজাঙ্কি বা জেভিজু) কিংবা স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকা লাগবে (যেটা বিশ্বের অন্যতম জনপ্রিয় পেমেন্ট প্রসেসর হলেও শুধু মাত্র ১৮টি দেশে সহজলভ্য)। এছাড়াও আছে অন্য ধরনের ঝামেলা, ভেরিফিকেশন ঝামেলা, মান্থলি সাবস্ক্রিপশন, ব্লাহ ব্লাহ ব্লাহ
সেদিক দিয়ে selz.com অনেক ভালো। আপনি পেপ্যাল পেমেন্ট কিংবা ক্রেডিট কার্ড পেমেন্ট অ্যাক্সেপ্ট করতে পারছেন। আপনার পেওনিয়ারে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট সার্ভিস এনাবল থাকলে পেওনিয়ার কার্ডেও নিতে পারবেন কিংবা আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে সেখানেও পেআউট করতে পারবেন। আর মান্থলি সাবস্ক্রিপশনের ঝামেলা টামেলা নাই - জাস্ট ৫% পার ট্রানজেকশন।
শুধু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড প্রসেস করতে চাইলে gumroad.com মত এত চমৎকার (বাংলাদেশের জন্য) সার্ভিস আর কিছু আছে বলে মনে হয় না। আর যদি আপনার কেউ আমেরিকায় থাকে তাহলে stripe.com ব্যবহার করুন - পুরাই সেইরকম!
ইবুক সেল করতে চাইলে payhip.com চমৎকার একটা অপশন। আর যদি আপনার বইয়ের হার্ডকপি এবং সফটকপি সেল করতে চান, ওয়ার্ল্ডওয়াইড শিপিং টিপিং এবং প্রিন্টিং এর ঝামেলা সব কভার করবে lulu.com

Comments

Post a Comment