সাবলিমিশন প্রিন্ট হতে পারে নতুন এক আয়ের উৎস
আজকে আপনাদের নতুন একটি বিজনেস আইডিয়া শেয়ার করছি,
যারা অলরেডি প্রিন্টিং ব্যবসায় আছেন, বা নতুন করে শুরু করতে চাচ্ছেন, অথাব গিফট আইটেমের ব্যবসা আছে তারাও এটি করতে পারেন।
আমরা বার্থডে, ম্যারেজডে, ভ্যালেন্টাইনসডে, বিয়ে সহ নানা অনুষ্ঠানে গিফট দেই কাছের মানুষদের। কিন্তু সে গিফট টি যদি গতানুগতিক ধারার না হয়ে একটু আনকমন হয় তবে সেটা যাকে দিবেন তার খুশির মাত্রাটা অনেক বেড়ে যাবে।
হা আজকে সেটা নিয়েই কথা বলব।
সে ব্যবসাটা করতে আপনার সর্বোচ্চ পুজিঁ লাগবে ১ লাখ টাকার মত।
যা করতে পারবেন
** মগে বা প্লেটে কাষ্টমাইজ পিকচার বা টেক্সট প্রিন্ট
** গেঞ্জিতে মনের মত ডিজাইন সহ ছবি প্রিন্ট
** মেরেজডেতে অর্নামেন্টে দুজনের ছবি
** ভ্যালেন্টাইনস ডে তে মগ, কুশন, রুমাল, এ দুজনের একান্ত ছবি
** ছোট্ট বাবুর বার্থডেতে সবাইতো খেলনা গাড়ি দেয় আপনি দিলেন তার ছবিওয়ালা পুতুল সেট, বা এংরিবার্ডস ডল সাথে তার ছবি
** ফটো গ্লাস বা স্টোনে ছবি সহ সুন্দর কোন লেখা
এছাড়া আরো হাজারো মনের মত গীফট নিজেই কাষ্টমাইজড করে নিতে পারেন।
কিভাবে শুরু করবেন—
এটা টোটালি Sublimation প্রিন্টিং টেকনোলজিতেই করা হয়
এর জন্য কিছু মেশিনারী একটি প্রিন্টার, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে
শুধু মগের জন্য মাত্র ১২০০০ +- এর একটি হিট প্রেস মেশিন
একটি কালার প্রিন্টার
কম্পিউটার
কিছু পেপার আর এক্সেসরিজ
ব্যাস এতটুকুই ,
শুধু মগের উপর করতে চাইলে কিছু ব্লাংক মগ সহ মাত্র ৫০০০০ টাকার মধ্যেই শুরু করে দিতে পারেন।
কিছু মেশিনারী আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন
এ মেশিনটি হলো থ্রি-ডি সাবলিমিশন হিট মেশিন। সাবলিমিশন জগতে এটি একেবারেই লেটেষ্ট সংস্করণ । প্রশ্ন করতে পারেন কি করা যায় এটি দিয়ে। আমার পাল্টা প্রশ্ন কি করা যায়না এটি দিয়ে?
ভিডিওটি দেখেন তাহলেই বুঝবেন কি কি করা যায়।
এটি হলো এনালগ মগ প্রেস মেশিন। দাম খুব বেশিনা। কিন্তু এটা দিয়েই মাসে লাখ টাকা কামানো যাবে।
লটে যখন অনেক কাজ পাবেন তখন এটা ব্যবহার করতে হবে । দাম খুব বেশিনা।
যারা টি-শার্টে হিট প্রিন্টিং কাজ করতে চান এটি তাদের জন্য
কোন শোভাযাত্র বা অনুষ্ঠানে কাষ্টমাইজড ক্যপ প্রিন্টিং এর জন্য এ মেশিনটি
মেশিনগুলা তো দেখলেন। সিম্পল কিছু মেশিন এখন দেখেন কি কি কাজে ব্যবহার করা যাবে?
কিসে করা যায় সেটা বলতে তো সারাদিন লিখতে হবে তার চেয়ে একটা প্রোডাক্ট স্যাম্পল ক্যাটালগ দিচিছি সেটা দেখে নেন
মোটকথা কাষ্টমাইজড যে কোন কিছুতেই সাবলিমিশন প্রিন্ট করা যায়
সিরামিক মগ, কালার চেঞ্জ মগ
চাবির রিং, ক্যপ, টি শার্ট
মাউস, মাউস প্যাড, অর্নামেন্ট,
সহ হাজারো আইটেম।
|
really it is nice amazing post Technology
ReplyDeletepena flex machin / banner print machin shomporke dharona and price den plz
ReplyDeleteকোথায় পাওয়া যাবে পেপার ও হীট প্রেসিং মেশিন?
ReplyDeleteপ্লিজ এগুলোর দাম ও কোথায় পাওয়া যাবে একটু বলেন।
ReplyDeleteবিস্তারিত বলেন কোথায় পাওয়া যা্বে , আর দামই বা কত
ReplyDeleteএই ব্যাবসা সম্পর্কিত ধারনার আরও তথ্য প্রয়োজন । যেমনঃ মিশেন কোথায় থেকে কিনতে হবে, কাচামাল কোথা থেকে আনতে হবে, প্রশিক্ষণ, সফট্ওয়্যার ইত্যাদি সম্পর্কে ধারনা দিন ।
ReplyDeleteকারো প্রশ্নের জবাব দিতে গিয়ে এত অবহেলা কেন?
ReplyDeleteকাজ শেখানো হয় কোথায়
ReplyDelete