ওয়ার্ডপ্রেসের জন্য সেরা ৪টি এস.ই.ও প্লাগিন
বর্তমানের বেশিরভাগ ওয়েব মাস্টারের পছন্দের প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস ।
ওয়ার্ডপ্রেস এতো জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল এটি এস.ই.ও ফ্রেন্ডলী আর নিজের মত কাস্টমাইজ করা যায়। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন এস.ই.ও প্লাগিন ব্যবহার করা যায় ফলে অনেক কিছুই ম্যানুয়ালী করা লাগেনা, সময়ও অপচয় হয় কম।
W3 Total Cache :
অতীতে সাইটের পেইজ লোড স্পীড এস.ই.ও র উপর তেমন কোন প্রভাব ফেলতনা বললেই চলে, তবে বর্তমানে ওয়েব সাইটের পেইজ লোডিং স্পীড অনেক বড় এক ফ্যাক্ট। যদি সাইট লোড হতে অনেক বেশি সময় লাগে সেই ক্ষেত্রে ভিজিটরতো বিরক্ত হবেই সাথে সার্চ ইঞ্জিনও বিরক্ত হয়ে আপনার সাইটকে ইগনোর করে যাবে। তাহলে ভাবুন আপনার ভিজিটর কিভাবে আসবে ?
সুতরাং সাইটের পেইজ লোডিং স্পীডের দিকে অবশ্যই নজর দিন। আর হ্যাঁ, এই W3 Total Cache প্লাগিনটি আপনার সাইটের পেইজ লোডিং স্পীড অনেক বেশি আপ করবে এটি পরীক্ষিত। সুতরাং আর দেরি না করে এখান থেকে W3 Total Cache প্লাগিনটি ইন্সটল করে নিন।
JetPack Publicize :
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ । বর্তমানে সকল ওয়েব মাস্টার সোশ্যাল মিডিয়ার দিকে ঝুকছে।
শুধু মাত্র ঠিকমত সোশ্যাল মিডিয়া কাভারেজ করেই সাইটে হাজার হাজার ভিজিটর আনতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটুকু। এই প্লাগিনটি আপনার ব্লগে পোস্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবে ।
সুতরাং এতে আপনার সময় এবং কষ্ট দুটিই কমবে।
প্লাগিনটি ডাউনলোড করতেঃ http://jetpack.me/support/publicize
WordPress SEO by Yoast :
Yoast খুব চমৎকার এবং অনেকের মতে সেরা এ. ই.ও প্লাগিন হিসাবে বিবেচিত। প্লাগিনটি যে কতটা কাজের সেটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
যখন সাইটে কোন পোস্ট লিখবেন তখন তখন Yoast আপনার পোস্টটি এনালাইজ করে আপনাকে একটি রেটিং দিবে যে আপনার পোস্টটি কতটা এস.ই.ও ফ্রেন্ডলী। কালারিং এর সাহায্যে পোস্টের কনটেন্টের মান জানিয়ে দেবে। যেমন পোস্টটি মানসম্মত হলে সবুজ রঙ এবং মানসম্মত না হলে লাল রঙ দিয়ে দেখিয়ে দেবে। এছাড়াও কী-ওয়ার্ড, ম্যাটা , টাইটেল, কন্টেন্ট লেন্থের কোথায় কি ভুল তা আপনাকে ইনফরম করবে। এই প্লাগিন এর সবচেয়ে ভালো দিক হল এটি দ্বারা খুব সহজেই নিজের মত করে পারমালিঙ্ক তৈরি করা যায়।
WordPress SEO by Yoast ডাওনলোডঃ http://wordpress.org/plugins/wordpress-seo
P3 (Plugin Performance Profiler) :
ওয়ার্ডপ্রেস সাইটে কারনে অকারনে অনেক প্লাগিন ব্যবহার করি, ফলে ওয়েব সাইটের পেইজ লোডিং স্পীড কমে যায়। এই P3 (Plugin Performance Profiler) প্লাগিন দ্বারা আপনি জানতে পারবেন কোন প্লাগিন লোডিং স্পীড কতটা স্লো করছে এবং আপনি এটি সম্পাদনা করার মাধ্যমে সাইটের পেইজ লোডিং স্পীড স্বাভাবিক রাখতে পারেন।
P3 (Plugin Performance Profiler) ডাউনলোড: http://wordpress.org/plugins/p3-profiler
আশা করি এই পোস্টটি নতুনদের বেশি কাজে লাগবে। ভালো লাগলে অথবা কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।
লেখক: মোহাম্মদ সাব্বির আলম
Comments
Post a Comment