অবসর সময় কাটানোর দারুন কিছু ওয়েবসাইট

অবসর সময় কাটানোর দারুন কিছু ওয়েবসাইট 

১. ফ্লাশ এডিটর । 

এই সাইটটিতে অতি সহজে যে কোন ছবি এডিট করে এডিটরের সাহায্যে ছবিটিকে মুভির ন্যায় চোখ ও মুখ নাড়িয়ে কথা বলানো বা গান গাওয়ানো সম্ভব । 

2. ফ্লাশ ব্যানার মেকার । 

কম্পিউটারে যদি অফিসিয়াল ফ্ল্যাশ অ্যানিমেশন ইনস্টল করা না থাকে কিন্তু প্রযুক্তির সহায়তায় অ্যানিমেটেড ব্যানার বানাতে চান তাহলে এই সাইটটি ভিজিট করুন। এই সাইটটি আপনাকে ব্যানার বানাতে সাহায্য করবে। 

3. রেকর্ড mp3 । 

এই সাইটে দেয়া একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ভয়েস mp3 ফরম্যাটে রেকর্ড করে সেটি শেয়ার এবং ডাউনলোড পারবেন । 

4. উইন্ডোজ ৩.১ । 

এই সাইটটি ক্লাসিক উইন্ডোজ 3.1 এর অনুকরণে বানানো।
এখানে দেয়া অ্যাপ্লিকেশন প্রয়োগ করে হারিয়ে যাওয়া উইন্ডোজ 3.1 এর ক্রিয়াকলাপ কেমন ছিল সেটি দেখা ও স্মরণ করতে পারবেন । 

5. টাইপিং ওয়েব । 

দক্ষ ও পেশাদার টাইপিস্ট হতে আগ্রহীদের জন্য এটি একটি শিক্ষামূলক সাইট। বিনামূল্যে টাইপ শিক্ষাদানের এই সাইটটিতে দুইটি পর্যায়ে টাইপ শিক্ষার ব্যবস্থা দেয়া আছে।

( ক ) . টাইপিং ওয়েব । 

( খ) কি বোর্ড - অনলাইনে টাইপিং চর্চার সাহায্যে লেখার গতির উন্নতি সাধন করা। 


6. ডাব্লিউ ডাব্লিউ আই টিভি । 

ইন্টারনেটে প্রচারিত বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন দেখার সাইট । 

7. docspal 

এই সাইটে দেয়া অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার সকল ফাইল যেমন টেক্স ফাইল , অডিও , ভিডিও ফাইল কিংবা অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে । 

8. মাইন্ড ইট। 

এই সাইটে দেয়া অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার পছন্দের সাইটগুলো মনম্যাপ আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন । 

9. দি সোসালরেডিও । 

আপনার টুইটার পেজে যা যা কিছু বলা হচ্ছে সেটা এই সাইটে দেয়া রেডিও এর মাধ্যমে আপনি শুনতে পারবেন । 

10. শিশুদের ফেসবুক । 

ইন্টারনেটে শিশুসহ সব বয়সী লোকজনদের জন্য মূল্যবান রিসোর্সে ভরপুর রয়েছে , এই পোর্টাল তেমনি কমবয়সী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাইট। 

11. কিপ মি আউট। 

যদি একঘেয়ামির কারণে আপনি কোনো সাইটে ভ্রমন করা থেকে নিজেকে বিরত রাখতে চান অথবা সেই সাইটকে ব্লক করতে চান তাহলে এই সাইটের সাহায্য নিয়ে কাজটি করতে পারবেন । 

12. উই ট্রান্সফার । 

এই সাইটের বদৌলতে আপনি ই-মেইল ছাড়াই ২ গিগার যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন। এ ক্ষেত্রে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে কেবল একটি লিংক সংগ্রহ করতে হবে । 

13. স্পাইপিগ 

এই সাইট থেকে আপনি জানতে পারবেন আপনার পাঠানো চিঠি প্রাপক খুলেছে কি না এবং একই সাথে সেটা কখন খোলা হয়েছে এবং কোন কম্পিউটার থেকে খোলা হয়েছে সেটিও জানতে পারবেন ।

14. এভেরি.কম। 

এই সাইটে এমন অনেক টুলস রয়েছে যার দ্বারা বিনামূল্যে ছবি এডিট থেকে শুরু করে, ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করা সহ অন্যান্য টুল ব্যবহার করে নিজের গাওয়া গানের সাথে অন্য সঙ্গীত মিশ্রিত করা, নিজস্ব বিষয় সৃষ্টি করাসহ পছন্দসই নকশা এডিটও করতে পারবে। 

15. প্রিভনোট কম 

নামে বা বেনামী যে কেউকে মেইল করতে পারবেন। এই মেইলের বৈশিষ্ট্য হচ্ছে প্রাপকের হাতে চিঠিটি পৌছানোর পর একবার পরা হলেই চিঠিটি স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ধ্বংস হয়ে যায়। 

ধৈর্য্য সহকারে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

Comments