ফ্রিল্যান্সার! নতুন স্টার্টআপ শুরু করা নিয়ে ভাবছেন?

ফ্রিল্যান্সার! নতুন স্টার্টআপ শুরু করা নিয়ে ভাবছেন?

ব্যবসায়িক দক্ষতা অর্জনে যেই ১০টি ওয়েবসাইটে ফ্রি প্রশিক্ষণ নিতে পারেন!

আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন, আপনাদের স্ব স্ব ক্ষেত্রে আপনারা এক্সপার্ট সেটা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু আপনি প্রোগ্রামার, ফ্রিল্যান্স রাইটার, ডিজাইনার কিংবা ডেভেলপার যাই হন না কেন, খুব সম্ভবত একটা ব্যবসায় পরিপূর্ণভাবে দাড় করানোর জন্য আপনার জ্ঞান পর্যাপ্ত নয়।

সফল ফ্রিল্যান্সারদের লাইফ সাইকেল দেখলে বুঝা যায়, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা পর্যায়ে তাঁরা নিজস্ব অনলাইন ব্যবসায় দাড় করানোর কথা ভাবেন, শুরু করতে চান নতুন স্টার্টাপ। অনেক ফ্রিল্যান্সারকেই দেখেছি যারা যথাযথা ব্যবসায়িক জ্ঞানের অভাবে টেকনিক্যাল জ্ঞান থাকা সত্ত্বেও স্টার্টাপকে সফলভাবে এগিয়ে নিতে পারেননি, পরিসমাপ্তিতে পিছিয়ে যেতে হয়েছে তাঁদের। ফ্রিল্যন্সাররা যদি শুরু করতে চান সেক্ষেত্রে বেশ কিছু ব্যবসায়িক দক্ষতা বা কৌশল রপ্ত করতে হবে যা আপনার নতুন স্টার্টাপকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সফল ব্যবসায়িক প্ল্যানই পারে আপনার ব্যবসায়কে উপযুক্ত স্থানে নিয়ে যেতে। তাই নিজের স্টার্টাপ শুরু করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যবসায়িক দক্ষতা থাকা অত্যন্ত জরুরী।

সুতরাং নিজেকে প্রশ্ন করুন, আপনার কি সেই দক্ষতা আছে! যদি না থাকে, প্রশ্ন জাগতেই পারে এখন আপনার করণীয় কি? নতুন করে কি আবার কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়িক দক্ষতা অর্জনের জন্য ডিগ্রী নিতে হবে? অবশ্যই না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কোন ভাবেই সঠিক সিদ্ধান্ত হবে না আপনার জন্য। তাহলে কি করবেন ভেবে পাচ্ছেন না! এই সমস্যা সমাধানের কার্যকরী উপায় হচ্ছে ফ্রি অনলাইন বিজনেস ট্রেইনিং। অনলাইনে স্বল্প মেয়াদী অনেক ফ্রি প্রশিক্ষণ এবং রিসোর্স আছে যা আপনার ব্যবসায়িক দক্ষতা অর্জনে সহায়ক হতে পারে।

আজ আমরা আলোচনা করবো এমন ১০ টি রিসোর্স সাইট নিয়ে যেখান থেকে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য আপনি ফ্রী প্রশিক্ষণ নিতে পারবেন...

১/ আইআরএস ভিডিও পোর্টাল - www.irsvideos.gov
২/ মিট ওপেন কোর্স - http://ocw.mit.edu/index.htm
৩/ খান একাডেমী - www.khanacademy.org
৪/ এলিসন - http://alison.com
৫/ টেড - www.ted.com
৬/ ইউডিএ সিটি - www.udacity.com
৭/ আবাউট ইউ - http://u.about.com
৮/ ইউনি ভার্সি টি অব রেডিট - http://universityofreddit.com
৯/ এডেক্স - www.edx.org
১০/ কোর্সরা - www.coursera.org

আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে দেয়ার অনুরোধ রইলো।

Comments