খুব সহজেই ঠিক করুন ইংলিশ বানান সহ গ্রামাটিক্যাল ভুল

ছোট্ট একটি সফটওয়্যার দিয়েই কিভাবে ইংলিশ গ্রামাটিক্যাল ভুলগুলো শোধরাতে পারেন সেটা নিয়ে কিছুদিন আগে একটা টিপস শেয়ার করেছিলাম। আজ সেরকমই আরেকটা টিপস শেয়ার করবো, তবে সেটা সফটওয়্যার নিয়ে নয়। আজ এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে খুব সহজেই ইংলিশ বানান সহ গ্রামাটিক্যাল ভুলগুলো শোধরাতে পারবেন।

সাইটটির নাম স্পেলচেকপ্লাস, সাইটটিতে গিয়ে দেখবেন লিখা আছে "Type or paste your English text here and click on the 'Check Text' button." এই কথাটা মুছে মনে যা আসে সেটা ইংরেজীতে লিখবেন, অথবা যে বাক্যটি চেক করা দরকার সেটা পেষ্ট করুন, তারপর 'Check Text' এ ক্লিক করবেন। কিছুক্ষন পর দেখবেন যে যে যায়গায় ভুল আছে সেখানে মার্ক করে কিভাবে লিখলে শুদ্ধ হবে সেটা সাজেশন আকারে দেখাবে।

সাইট লিঙ্কঃ http://spellcheckplus.com

Comments