বর্তমানে ব্লগ একটি পাওয়ারফুল মিডিয়া আর ব্লগাররা হচ্ছে এই মিডিয়ার চালক। এমন অনেককে পাওয়া যাবে যাদের জীবনের লক্ষ্যই থাকে কিনা একজন সফল ব্লগার হয়ে ওঠা। কারণ ব্লগিংয়ের মাধ্যমে কেবল টাকা নয়, পাওয়া যায় বিপুল সম্মানও। আন্তর্জাতিক বিশ্বে ব্লগারদের সাংবাদিক হিসাবেও এখন গণ্য করা হয়। স্মার্ট ক্যারিয়ার হিসাবে তাই ব্লগিং এখন ওয়েব উদ্যোক্তাদের মধ্যে 'হট-কেক'!
কিন্তু সবাই এক্ষেত্রে সফল হতে পারে না ,বেশির ভাগই প্রোপার গাইডলাইনের অভাবে ঝড়ে পড়েন। প্রোপার গাইডলাইন পাওয়ার জন্যে আজ এমন কিছু সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা পাবেন ব্লগিং সম্পর্কে সঠিক দিকনির্দেশনা আর শিখতে পারবেন ব্লগিং এর বিভিন্ন আর্ট এবং ট্রিক্স।
তো শুরু করা যাকঃ
আর এ ওয়েবসাইটগুলো আপনাকে পরিচয় করিয়ে দিবে বিভিন্ন ভালমানের ব্লগারের সাথে যাদের লেখার ধরনগুলো অনুসরণ করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ব্লগার হিসেবে।
Comments
Post a Comment