শীর্ষ ৫টি ইমেইল মার্কেটিং রিসোর্স সাইট
বর্তমানে ইমেইল মার্কেটিংকে ইতিহাসের সবচেয়ে কার্যকরী মার্কেটিং টুল হিসেবে বিবেচনা করা হয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে ব্যক্তি পর্যায়ে পৌছনোর জন্যে এর চেয়ে কম ব্যয়বহুল, ইন্টারেক্টিভ এবং সহজভাবে চালানো যায় এমন মার্কেটিং টুল নেই বললেই চলে।
ইমেইল মার্কেটিংয়ের এমন কার্যকরীতার জন্যেই ছোট ছোট ই-কমার্স সাইটে দিন দিন এর ব্যবহার এবং জনপ্রিয়তা বাড়ছে। যুগের সাথে তাল মিলিয়ে ইমেইল মার্কেটিং এ আপডেটেড থাকতে সাহায্য করতে পারে এমন ৬টি সাইট হল:
ক্রিস ব্যাগট: http://exacttarget.typepad.com/chrisbaggott
নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড: www.email-marketing-reports.com/iland
বিল ন্যুসে: http://emailmarketing.silverpop.com
টামারা: www.b2bemailmarketing.com
ক্যাম্পেইন মনিটর: www.campaignmonitor.com
মেইলচিম্প: http://mailchimp.com
আপনার প্রিয় কোন সাইট আছে যা ইমেইল মার্কেটিং এ আপনার কাছে সেরা মনে হয়? থাকলে কমেন্টে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।
Comments
Post a Comment