আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার! কিংবা আর্টিকেল রাইটার?
ডুপ্লিকেট কন্টেন্ট চেক করতে যেই টুলস ইউজ করতে পারেন
প্ল্যাগস্পটার - www.plagspotter.com আপনার সাইটের কন্টেন্ট পর্যবেক্ষণ করে আপনি কোন সাইট থেকে কপি করলেন, সেটা দেখাবে। ডুপ্লিকেট কন্টেন্ট চেক করার জন্য বেশ ভালো একটা টুল এটি।
যারা ডুপ্লিকেট কন্টেন্ট চেক করার জন্য Copyscape ব্যাবহার করেছেন, তারা আরও কিছু বেশি পাবেন এই টুলস থেকে। আসুন দেখে নেই আর কি থাকছে এক্সট্রা এই টুলসে...
- আপনার সাইটে ডুপ্লিকেট কন্টেন্ট পেলেন মানে এই না যে, আপনারটাই ডুপ্লিকেট বা আপনি কপি করেছেন। প্ল্যাগস্পটার আপনারটা অরিজিনাল কিনা, তা দেখাবে।
- আপনার সাইটের সাথে অন্য সাইটের কত % ডুপ্লিকেট টা বলে দিবে।
- আপনার সাইটের কন্টেন্ট প্রতিদিন মনিটর করতে পারবেন।
- পুরো সাইট জুড়ে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, আপনি সেটা দেখতে পাবেন।
- ডেভেলপারদের জন্য API আছে।
তথ্য সূত্রঃ আসিফ আনোয়ার পথিক
Comments
Post a Comment