খুব সহজে বন্ধ করুন KMPlayer এর নতুন ভার্সনের বিজ্ঞাপনের বিরক্তিকর ব্যবস্থা
সম্প্রতি কেএম প্লেয়ার তাদের নতুন ভার্সন বের করেছে । তবে এই ভার্সনে তারা বিজ্ঞাপন সিস্টেম যুক্ত করেছে । তা খুব বিরক্তিকর । কিন্তু তা খুব সহজে বন্ধ করা যায় ।
আপনি এই ব্যবস্থা দুই ভাবে বন্ধ করতে পারবেন ।
পদ্ধতি - ১
১ । প্রথমে কন্ট্রোল প্যানেল যান ।
২ । তারপর ''Network and Internet'' এ যান ।
৩। ''Internet Options'' এ যান ।
৪। ''Security'' ট্যাবে যান
৫। ''Restricted Sites'' এ ক্লিক করুন ।
৬। তারপর ''Sites'' এ ক্লিক করুন ।
৭। player.kmpmedia.net অ্যাড করুন ।
৮। তারপর কম্পিউটার রিস্টার্ট করুন ।
এরপর থেকে কেএম প্লেয়ার এর বিরক্তিকর বিজ্ঞাপন আপনাকে আর দেখতে হবে না ।
পদ্ধতি - ২
১। c:/windows/system32/drivers/etc/host গিয়ে নোটপ্যাড ওপেন করুন ।
২। ''127.0.0.1 player.kmpmedia.net'' ( এটা লিখুন তারপর সেভ করে বের হয়ে আসুন ) ।
৩ । কম্পিউটার রিস্টার্ট করুন ।
Comments
Post a Comment