ফ্রিল্যান্সার : অবসরে যেই ১২ টি কাজ করতে পারেন!

ফ্রিল্যান্সার : অবসরে যেই ১২ টি কাজ করতে পারেন!

আমাদের দেশের অধিকাংশ ফ্রিল্যান্সারই তাঁদের অবসর সময় গুলো যথাযথাভাবে কাজে লাগাননা। আবার অনেককেই খুঁজে পাওয়া যাবে, যারা দিনকে দিন একেবারেই যান্ত্রিক হয়ে যাচ্ছেন, তাঁদের ভাবখানা এমন যেনো পিসি ছেড়ে উঠতেই চায় না। কাজের পাশাপাশি বিনোদন আর অবসরেরও যে প্রয়োজন আছে তাঁরা সেটা একেবারেই ভুলে বসে থাকেন। 

কিন্তু আপনি জানেন কি? 
এরাই কাজের সময় সবচেয়ে বেশি মেন্টাল প্রেসারে থাকে ফলশ্রুতিতে কাজের মানও তেমন ভালো হয় না। কাজের আউটপুট ভালো আশা করলে অবশ্যই আপনাকে কাজের ফাঁকে ফাঁকে অবসর গ্রহণ করতে হবে। যা আপনার কাজের গতিশীলতা শত গুন বাড়িয়ে দিবে। 

আর তাই আজকে আমরা লিখেছি ফ্রিল্যান্সাররা অবসরে কি কি করতে পারেন এমন ১২ টি বিষয় নিয়ে...

অফিস বা কাজের রুম পরিস্কার করা
নিত্য প্রয়োজনীয় জিনিষগুলো ঠিক আছে কিনা দেখে নেয়া
শরীর মন ভালো রাখতে নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করা
রিলেটেড জ্ঞান বৃদ্ধির জন্য পড়াশুনা করা
মাঝে মাঝে শপিং-এ যাওয়া
টেক ব্লগ, গল্পের বই এবং ম্যাগাজিন পড়া
স্ট্রেস কাটিয়ে উঠতে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া
প্রিয়জনদের সঙ্গে বেড়াতে যাওয়া
ট্রাভেলিং কিংবা বাগান করা ছাড়াও অবসরে রান্নাও করতে পারেন
ফোন করে কাছের বন্ধু-বান্ধুবিদের খোঁজ নেওয়া
পোর্টফোলিও আপডেট, সোশ্যাল মিডিয়া প্রোফাইল সাজানো
মেইল বা স্কাইপে পুরাতন ক্লায়েন্টের খোঁজ নেওয়া

হ্যাপি ফ্রিল্যান্সিং বসেস! (Y) শুভ কামনা নতুনদের জন্য।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

Comments