ডেমো ইমেজ সাইট

নতুন টেমপ্লেট ডিজাইন করার সময় ডেমো ইমেজের দরকার হয় । এক্ষেত্রে মাপমত ইমেজ পেতে placehold.it সাইটের হেল্প নিতে পারেন । এখানে যেকোনো মাপের ইমেজ পাবেন । সাইজ অনুযায়ী ইমেজ পেতে এভাবে ব্রাউজ করুন http://placehold.it/300x225 .এখানে x কিন্তু এক্স , গুন নয় । ইমেজের সাইজ অনেক কম , চাইলে সরাসরি CDN হিসেবেও ব্যাবহার করতে পারেন । 


ইচ্ছে করতে হেক্স কোড ব্যাবহার করে ব্যাকগ্রাউড ও ডিফাইন করে দিতে পারেন যেমন http://placehold.it/300x120/FFF . এখানে FFF সাদা ব্যাকগ্রাউন্ডের হেক্স কোড

Comments