আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং থেকে দূরে রাখতে চান? তাহলে নিচের বেসিক টিপস গুলো ফলো করুন।
ডিফল্ট ইউজার নেম “admin” কে ডিলেট করতে হবে, পাশাপাশি নতুন আরেকটা ইউজারকে এডমিন হিসেবে এক্সেস দিতে হবে কারণ এটা বিভিন্ন বাগ খুঁজে নেওয়ার প্রাথমিক হাতিয়ার। (ওয়ার্ডপ্রেস সাইটটা মোর সিকিউরড করতে এটা আপনাকে হেল্প করবে ), Dashboard থেকে User তারপর add new user গিয়ে মেইল এড্রেস দিয়ে ইউজার এড করতে হবে।
পাশাপাশি ওয়ার্ডপ্রেস ভার্শন , প্লাগিন ডিরেক্ট্রির, wp-config.php ফাইল এবং wp-content ডিরেক্টরি হাইড করতে হবে। প্রথমত ওয়ার্ডপ্রেস ভার্শন হাইড করুন, এটা করতে Dashboard থেকে Appearance এ যান ওখানে editor অপশন আছে, ওখান থেকে functions.php তে ক্লিক করে এই কোড টা বসিয়ে সেভ করুন।
remove_action(‘wp_head’, ‘wp_generator’);
আর প্লাগিন ডিরেক্ট্রি হাইড করতে হোস্টিং প্যানেলের .htaccess এ গিয়ে নিচের কোডটি বসিয়ে দিন
# disable plugin directory browsing
Options -Indexes
wp-config.php ফাইল হাইড করতে .htaccess এই বসাতে হবে
<Files wp-config.php> order allow,deny deny from all </Files>
wp-content ডিরেক্টরি হাইড করতে সি প্যানেলে লগিন করুন, এর পর index manager খুঁজে বের করে প্রবেশ করুন। এবার আপনি Web Root (public_html/www) করুন তারপর এবার আপনি wp-content এ ক্লিক করুন। ৪/৫ টা অপশন পাবেন No Indexing টা সিলেক্ট করে সেভ করে দিন। ব্যাস, হয়ে গেলো কাজ। এভাবেই আপনি আপনার সাইটকে হ্যাকার থেকে দূরে রাখতে পারেন।
এগুলো ছাড়াও এমন একটি প্লাগিন আপনি ব্যবহার করতে পারেন যা অনেক কাজের এটা আপনার সাইটকে বিভিন্ন হ্যাকিং Attempts থেকে রক্ষা করবে। প্লাগিংটার নাম “Better WP Security”
https://www.facebook.com/groups/Wordpress2Smashing/permalink/573919375983515/
ডিফল্ট ইউজার নেম “admin” কে ডিলেট করতে হবে, পাশাপাশি নতুন আরেকটা ইউজারকে এডমিন হিসেবে এক্সেস দিতে হবে কারণ এটা বিভিন্ন বাগ খুঁজে নেওয়ার প্রাথমিক হাতিয়ার। (ওয়ার্ডপ্রেস সাইটটা মোর সিকিউরড করতে এটা আপনাকে হেল্প করবে ), Dashboard থেকে User তারপর add new user গিয়ে মেইল এড্রেস দিয়ে ইউজার এড করতে হবে।
পাশাপাশি ওয়ার্ডপ্রেস ভার্শন , প্লাগিন ডিরেক্ট্রির, wp-config.php ফাইল এবং wp-content ডিরেক্টরি হাইড করতে হবে। প্রথমত ওয়ার্ডপ্রেস ভার্শন হাইড করুন, এটা করতে Dashboard থেকে Appearance এ যান ওখানে editor অপশন আছে, ওখান থেকে functions.php তে ক্লিক করে এই কোড টা বসিয়ে সেভ করুন।
remove_action(‘wp_head’, ‘wp_generator’);
আর প্লাগিন ডিরেক্ট্রি হাইড করতে হোস্টিং প্যানেলের .htaccess এ গিয়ে নিচের কোডটি বসিয়ে দিন
# disable plugin directory browsing
Options -Indexes
wp-config.php ফাইল হাইড করতে .htaccess এই বসাতে হবে
<Files wp-config.php> order allow,deny deny from all </Files>
wp-content ডিরেক্টরি হাইড করতে সি প্যানেলে লগিন করুন, এর পর index manager খুঁজে বের করে প্রবেশ করুন। এবার আপনি Web Root (public_html/www) করুন তারপর এবার আপনি wp-content এ ক্লিক করুন। ৪/৫ টা অপশন পাবেন No Indexing টা সিলেক্ট করে সেভ করে দিন। ব্যাস, হয়ে গেলো কাজ। এভাবেই আপনি আপনার সাইটকে হ্যাকার থেকে দূরে রাখতে পারেন।
এগুলো ছাড়াও এমন একটি প্লাগিন আপনি ব্যবহার করতে পারেন যা অনেক কাজের এটা আপনার সাইটকে বিভিন্ন হ্যাকিং Attempts থেকে রক্ষা করবে। প্লাগিংটার নাম “Better WP Security”
https://www.facebook.com/groups/Wordpress2Smashing/permalink/573919375983515/
Comments
Post a Comment