উদ্দ্যোক্তা ফোন

ভাবতে পারেন যে এটা আবার কি ধরনের ফোন সার্ভিস? হ্যা সত্যিই আছে উদ্দ্যোক্তাদের নিয়ে ফোন সার্ভিস ও আছে যুক্তরাস্ট্রে সার্ভিস টা দিচ্ছে গ্রাস হপার। যদিও এই সার্ভিস সারা বিশ্ব জুড়েই সাবস্ক্রাইব করা যায়। ব্যাপার টা অনেকটা ক্লাউড বেজড সার্ভিস যেটার মাধ্যমে আপনার এক্সপেন্সিভ হার্ডওয়ার মেইন্টেইন না করেও সারা বিশ্বে যত এমপ্লয়ি থাকবে সবাই কে একই নেটওয়ার্ক এ পাবেন একটা টোল ফ্রী নাম্বার দিয়ে। আপনার কাস্টম ভয়েস রেকর্ড করে রাখবেন, এরপরে ডিপার্টমেন্ট এড করবেন, এর পরে ফ্যাক্স এবং ফোন সব রিসিভ করতে পারবেন এই সার্ভিস দিয়ে। এটার নাম দিয়েছে উদ্দ্যোক্তা ফোন। এক্সটেনশন দিয়ে এই ফোন সার্ভিস ইউজ করতে পারবেন। অনেকে বলবে এই সার্ভিস নেয়ার যৌক্তিকতা কি? আমি বলবো জেনে রাখতে সমস্যা কোথায়? প্রয়োজন হতেই পারে বা এখন ডলার পেমেন্ট করা অনেক সহজ আপনাদের মধ্যে যে এর বেনেফিট বুঝবে সে কিন্তু সাবস্ক্রাইব করবে এই সার্ভিস। গ্রাস হপার আপনার বিজনেস কে ফরচুন ৫০০ কোম্পাণী গুলোর মধ্যে একটি ফিল করানোর সুযোগ করে দিচ্ছে এটাই বুঝিয়েছে সাইট এর শুরুতেই :P। গ্রাস হপার দাবী করে তারা আপনার ফোন খরচ অনেকাংশে কমিয়ে দিবে যেটা আপনি ফিজিক্যাল ফোন ইউজ করতে গিয়ে দিতে হতো। যে কোন বিজনেস এর জন্যে এই সার্ভিস নেয়া যেতে পারে। উদ্দ্যোক্তাদের নিয়ে সারা বিশ্বে যে অনেক কাজ হয় তার একটা জ্বলজ্যান্ত উদাওহরণ।

সাইট এর লিঙ্কঃ http://www.grasshopper.com/
কিভাবে কাজ করে তার ভিডিওঃ http://www.youtube.com/watch?v=O1VkAyZdq98

Main Post- https://www.facebook.com/groups/uddokta/permalink/522520951161349/

Comments