আমরা কেন মেয়ে পছন্দের ক্ষেত্রে (হোক সেটা বিয়ে কিংবা প্রেম) ফর্সা বা সাদা হতে হবে ভাবি! কেন ফর্সাদেরকেই সুন্দর-সুন্দরী ভাবা হচ্ছে! প্রশ্ন হচ্ছে সাদাই কেন সুন্দর! সুন্দরীর ডেফিনেশণ কেন সাদা হল?
বেশি দূর যেতে হবে না। কয়েক শো বছর আগের কথাই আমরা দেখি, এটা কোলনিয়াল লেগেসির একটা অংশ বলা যায়, সাদা ইউরোপিয়ানরা আমাদেরকে কোলনাইজ করেছে, তারা নিজেরদেকে দেখানোর চেষ্টা করেছে আমরাই শ্রেষ্ঠ। তারা এমন ধরণের গল্প, চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যা আমরা এখনো আমাদের মনের মধ্যে লালন পালন করি। তাই ভাবি সাদাই সুন্দর।
ইথিওপিয়া হচ্ছে এখনকার সবচেয়ে দরিদ্র দেশ, ইথিওপিয়ার কথা মাথায় আসলেই আমাদের চোখে ভেসে আসে অভুক্ত- না খাওয়া কাল মানুষ! কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, এক সময় ইথিওপিয়া ছিলো সবচেয়ে ধনী দেশ, ক্ষমতাও ছিলো তাঁদের হাতে। এমনকি গ্রীকরা বিশ্বাস করতো, স্বয়ং দেবতারা ইথিওপিয়াদের সাথে বিভিন্ন অনুষ্ঠান উৎযাপন করে। যখন কালোরা ক্ষমতায় ছিলো তখন কালোরাই সবার চোখে সুন্দর এবং সুন্দরী ছিলো। ইতিহাসে অনেক কালো নারী খুঁজে পাওয়া যাবে যারা সুন্দরী বলে সর্বজন স্বীকৃত ছিলো। তখন সবাই তাঁদের মতই হতে চাইতো। কালোই ছিলো সুন্দর্য্য।
যখন সাদারা আবার ক্ষমতায় আসলো, তারা আবার সুন্দর হয়ে গেলো!
যারা ক্ষমতায় তারাই সুন্দর-সুন্দরী।
বেশি দূর যেতে হবে না। কয়েক শো বছর আগের কথাই আমরা দেখি, এটা কোলনিয়াল লেগেসির একটা অংশ বলা যায়, সাদা ইউরোপিয়ানরা আমাদেরকে কোলনাইজ করেছে, তারা নিজেরদেকে দেখানোর চেষ্টা করেছে আমরাই শ্রেষ্ঠ। তারা এমন ধরণের গল্প, চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যা আমরা এখনো আমাদের মনের মধ্যে লালন পালন করি। তাই ভাবি সাদাই সুন্দর।
ইথিওপিয়া হচ্ছে এখনকার সবচেয়ে দরিদ্র দেশ, ইথিওপিয়ার কথা মাথায় আসলেই আমাদের চোখে ভেসে আসে অভুক্ত- না খাওয়া কাল মানুষ! কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, এক সময় ইথিওপিয়া ছিলো সবচেয়ে ধনী দেশ, ক্ষমতাও ছিলো তাঁদের হাতে। এমনকি গ্রীকরা বিশ্বাস করতো, স্বয়ং দেবতারা ইথিওপিয়াদের সাথে বিভিন্ন অনুষ্ঠান উৎযাপন করে। যখন কালোরা ক্ষমতায় ছিলো তখন কালোরাই সবার চোখে সুন্দর এবং সুন্দরী ছিলো। ইতিহাসে অনেক কালো নারী খুঁজে পাওয়া যাবে যারা সুন্দরী বলে সর্বজন স্বীকৃত ছিলো। তখন সবাই তাঁদের মতই হতে চাইতো। কালোই ছিলো সুন্দর্য্য।
যখন সাদারা আবার ক্ষমতায় আসলো, তারা আবার সুন্দর হয়ে গেলো!
যারা ক্ষমতায় তারাই সুন্দর-সুন্দরী।
Comments
Post a Comment