World's Most Expensive House - বিশ্বের সবচেয়ে দামী বাড়ী - ১ বিলিয়ন ডলা...





News Topic: World's Most Expensive House - 1 Billion Dollars Worth of Home - বিশ্বের সবচেয়ে দামী বাড়ী - ১ বিলিয়ন ডলার মূল্যের বাড়ি

Produced: BiVinNo Multimedia

Voice: Shirina Khatun

Editing: Tarikul Raana

Director: Simsan Mallick

Language: Bengali

Label: BiVinNo Multimedia



❖❖❖ Description ❖❖❖

➜ বিশ্বের সবচেয়ে দামী বাড়ী - ১ বিলিয়ন ডলার মূল্যের বাড়ি ←

মুকেশ আম্বানি – বিজনেস টাইকুন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান। টানা গত দশ বছর ধরে তিনি ফোর্বসের তালিকা অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ বর্তমানে ৩৮ বিলিয়ন ডলার।

মুকেশ আম্বানি, স্ত্রী নীতা আম্বানি ও তাদের তিন সন্তান যে বাড়িটিতে থাকেন, সেটির নাম আন্তিলিয়া। মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে নির্মিত হয়েছে বাড়িটি। ২৭ তলার এই বাড়িটির মূল্যমান প্রায় ১ বিলিয়ন ডলার, এবং সে কারণে এটিকে বিবেচনা করা হয় ‘বিশ্বের সবচেয়ে দামি বাড়ি’ হিসেবে। ৪ লক্ষ স্কয়ার ফিট জায়গার ওপর গড়ে ওঠা প্রাসাদোপম এ বাড়িটির নকশার কাজ করেছে শিকাগোভিত্তিক আর্কিটেক্ট পার্কিন্স এন্ড উইল। ২০১২ সাল থেকে এ বাড়িতে বাস করছেন আম্বানি পরিবার।



চলুন জেনে নেয়া যাক এই বাড়িটির ব্যাপারে কিছু মজার তথ্য-

১। বাড়িটি মূলত ২৭ তলা হলেও, কিছু কিছু ফ্লোরের ছাদের উচ্চতা দ্বিগুণ। তাই বাড়িটির উচ্চতা যে কোন সাধারণ ৪০ তলা দালানের সমান।

২। অধিকাংশ ধনকুবেরদেরই পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য বাড়ি থাকে। কিন্তু মুকেশ আম্বানির নিজস্ব বাসভবন শুধু এটিই। এর আগে তিনি তাঁর পরিবার নিয়ে মুম্বাইয়ের অন্য একটি বাড়িতে থাকতেন, যেখানে একই সাথে থাকতেন তাঁর মা ও ভাইয়েরাও।

৩। বাড়িটিতে অগণিত সংখ্যক কাজের লোক রয়েছে। কিন্তু মুকেশ আম্বানির সন্তানেরা এখনও নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার করে।

৪। বাড়িটিতে একটি বহুতল বিশিষ্ট গাড়ির গ্যারাজ আছে, যেখানে এক সাথে ১৬৮টি গাড়ি রাখা সম্ভব। পাশাপাশি বাড়ির ছাদে তিনটি হেলিপ্যাডও রয়েছে।

৫। বাড়ির শুধু লবিতেই রয়েছে ৯টি এলিভেটর।

৬। বাড়িটিতে একটি স্পা, একটি বাগান, আর একটি মন্দিরও রয়েছে, যেখানে এসে পরিবারের সকল সদস্য নিয়মিত প্রার্থনা ও পূজা-অর্চনা করেন।

৭। বাড়িটিতে একটি হলরুম, অতিথিদের থাকার জন্য বেশ কিছু গেস্ট স্যুইট আর ৫০ জন বসার মত একটি থিয়েটার রুমও আছে।

৮। পরিবারের সদস্যদের থাকার ঘর একদম উপরের ফ্লোরগুলোতে। কারণ তাঁরা চেয়েছিলেন যাতে সূর্যের আলো যত বেশি সম্ভব পাওয়া যায়।

৯। আম্বানিরা সকলেই ভেজিটেরিয়ান এবং নন-এলকোহলিক। কেবলমাত্র ককটেইল পার্টিগুলোতেই এ বাড়িতে ওয়াইন সার্ভ করা হয়। কিন্তু খাবার সবই হয় ভেজ ও এলকোহল-ফ্রি।

১০। এই বাড়ির নাম আন্তিলিয়া কেন রাখা হয়েছে এ নিয়ে কমবেশি সবারই আগ্রহ রয়েছে। অনেকেই ধারণা করেন এ নামটি বুঝি পরিবারের সদস্যদের নামের সাথে মিল সামঞ্জস্য রেখে রাখা হয়েছে। কিন্তু প্রকৃতিপক্ষে এই নামকরণ হয়েছে আটলান্টিক মহাসাগরের একটি তথাকথিত দ্বীপের নামানুসারে, কোন মানচিত্রে যেটির বিন্দুমাত্র উল্লেখ নেই।



➤ Visit Our Website - https://www.bivinno.com

➤ Subcribe Us on YouTube - https://www.youtube.com/bivinno

➤ Like Us on Facebook - https://www.facebook.com/BiVinNo

➤ Fllow Us on Twitter - https://www.twitter.com/BiVinNo

Comments