টাকা জমানোর চমৎকার কিছু উপায় - Bangla Lifestyle Tips





✪ টাকা জমানোর চমৎকার কিছু উপায় - Bangla Lifestyle Tips ✪



 দেখতে দেখতে এই মাসটা শেষের দিকে চলে এলো। এমনকি শেষ হতে চলেছে এই বছরটাও। পুরো এই বছরটা ধরে আনুমানিক কত টাকা জমিয়েছেন আপনি? প্রশ্নটা পরে অপ্রস্তুত বোধ না করে একটু সময় নিয়ে ভাবুন তো। হোক নিজের স্বল্প আয়, তবুও সেখান থেকে কত টাকা সঞ্চয় করতে পেরেছেন আপনি! হিসেবের খাতায় যদি শুধু শূন্যের অবস্থা বিরাজ করে তবে ঠিক এই মুহূর্ত থেকেই সচেতন হতে হবে আপনাকে। কারণ শুধুমাত্র আয় করাই যথেষ্ট নয়, আপনার ব্যয়ের হিসেবটাও ঠিক রাখতে হবে এবং সাথে সঞ্চয়ের ঝুলিও করতে হবে ভারী।

টাকা জমানোর বা সঞ্চয় করার তেমন অভিজ্ঞতা নেই বলে হিমশিম খাচ্ছেন এই ভেবে যে, কীভাবে টাকা জমানো শুরু করবেন? কোন চিন্তাই নেই! খুবই সহজ কিছু উপায় মেনে চলতে পারলে এবং বাজেট করতে শিখে গেলে টাকা জমানো কোন কঠিন ব্যাপার নয়। জেনে নিন টাকা জমানোর খুবই চমৎকার এবং অসাধারণ কয়েকটি উপায়।



১) নিজের ব্যয়ের একটি বাজেট তৈরি করুন

২) আলাদা খামে খরচের টাকা গুছিয়ে রাখুন

৩) টাকা জমানোর ক্ষেত্রে ছোটখাটো পরিকল্পনা করুন

৪) বোনাসের সম্পূর্ণ টাকা খরচ করবেন না

৫) খুচরা টাকাগুলো আলাদা করে রাখুন

৬) চব্বিশ ঘন্টায় কত টাকা খরচ করবেন সেটা ঠিক করে নিন

৭) ঘণ্টায় হিসেব করুন আপনার পারিশ্রমিক

৮) অনলাইনের কেনাকাটার পেইজ আনলাইক করুন

৯) খরচবিহীন একটা দিন কাটানোর চেষ্টা করুন

১০) অফিসে দুপুরের খাবারটা বাসা থেকেই নিয়ে যাবার চেষ্টা করুন

১১) প্রতি মাসে একবার করে বাইরে খাওয়া কমিয়ে আনুন

১২) জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করুন



আপনার কষ্ট করে আয় করা টাকা অবশ্যই আপনি উপভোগ করবেন, তবে বুঝে-শুনে এবং হিসেব করে। কারণ, একদিন একটু কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করতে পারলে দিনশেষে লাভবান হবেন আপনি নিজেই। আপনার নিজের কোন প্রয়োজনে, খুব জরুরি কোন দরকারে স্বাচ্ছন্দ্যে খরচ করতে পারবেন জমানো টাকা থেকেই। তাই নিজের সুরক্ষিত একটা ভবিষ্যৎ এর জন্য নিজের খরচকে গুছিয়ে আনুন আজকে থেকেই।



Bangla Lifestyle Tips: Some Nice Ways to Save Money

Director: Simsan Mallick

Produced: BiVinNo Multimedia

Voice: Shirina Khatun

Editing: Shajahan Islam (Nadim), Mominul Islam (Sobuj)

Graphics: Mominul Islam (Sobuj)

Photos: Stock Photos

Language: Bengali

Label: BiVinNo Multimedia



➤ Visit Our Website - www.bivinno.com

➤ Subcribe Us on YouTube - www.youtube.com/bivinno

➤ Like Us on Facebook - www.facebook.com/BiVinNo

➤ Fllow Us on Twitter - www.twitter.com/BiVinNo


Comments