★ ভেজালের ভীড়ে খাঁটি মানুষ চেনার ৮টি উপায় - Bangla Lifestyle Tips
খাঁটি মানুষদেরকে ভেজাল মানুষদের থেকে আলাদা করে শনাক্ত করাটা একটু কঠিনই বটে। আজকাল প্রত্যেকেই সাফল্যের সিঁড়ি বেয়ে দ্রুত ওপরে উঠতে চান।
কিন্তু কেউ তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে টেনে নামাচ্ছে কিনা তা জানাটা প্রায়ই কঠিন হয়ে পড়ে। এমন কিছু লোক আছে যারা হয়তো সব সময়ই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। কিন্তু আসলেই কি তারা হৃদয়ে ভালো মানুষ? আবার এমন অনেকে আছেন যাদের সঙ্গে কথা বলাটাও কঠিন হয়ে পড়ে। কিন্তু তার মানে কি এই যে তারা ভালো মানুষ না? বাহ্যিক চেহারা অনেক সময় হয় প্রতরণামূলক। সুতরাং এই ভিডিওতে এমন কিছু পদ্ধতি বলা হলো যাতে আপনি ভেজালদের ভিড়ে খাঁটি মানুষেদের চিনে নিতে পারেন।
১. উর্ধ্বতনদের চাটুকারিতা
২. অপরকে তোষামোদ
৩. মনোযোগ প্রত্যাশা
৪. হামবড়ামি
৫. পেছন থেকে ছুরি মারা
৬. কথা ও কাজে মিল না থাকা
৭. দুর্বলতা প্রকাশ করেন না
৮. অন্যের দোষ খুঁজে বেড়ায়
✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙
★ 8 Ways to Identify Genuine People in Adulteration
It is a little difficult to identify the pure people separately from the adulterated people. Nowadays everyone wants to get on top of success stairs.
But it is often difficult to know whether someone is dragging you for their own purpose. There are some people who will always treat you well. But are they really good people in the heart? There are many people who are too difficult to talk to. But does that mean that they are not good people? External appearance is sometimes detrimental. So here are some such methods that you can identify genuine people in the crowd of adulterers.
1. The Excellence of the Superiors
2. Slap-up
3. Attention Prospects
4. Scandal
5. Knife Out of Backside
6. Don't Match in Talk and Work
7. Do not Express Weakness
8. Always Find Fault of Others
✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙✙
Bangla Lifestyle Tips Topic: 8 Ways to Identify Genuine People in Adulteration
Director: Simsan Mallick
Produced: BiVinNo Multimedia
Voice: Shirina Khatun
Editing: Shajahan Islam (Nadim), Mominul Islam (Sobuj)
Graphics: Mominul Islam (Sobuj)
Photos: Stock Photos
Language: Bengali
Label: BiVinNo Multimedia
➤ Visit Our Website - www.bivinno.com
➤ Subcribe Us on YouTube - www.youtube.com/bivinno
➤ Like Us on Facebook - www.facebook.com/BiVinNo
➤ Fllow Us on Twitter - www.twitter.com/BiVinNo
Comments
Post a Comment