ভারতীয় দূতাবাস বিভিন্ন ধরনের ভিসা দেয়। সেগুলো হলো :
বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, কূটনৈতিক ভিসা, চাকরি ভিসা, এন্ট্রি ভিসা, চিকিৎসা ভিসা, জরুরি ভিসা, সাংবাদিক ভিসা, মিশনারিজ ভিসা, দুই মাসের মধ্যে আবার প্রবেশের অনুমতিজনিত ভিসা, স্টুডেন্ট ভিসা, গবেষণা ভিসা, পর্যটক ভিসা, ট্রানজিট ভিসা (ভারতের ওপর দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার ভিসা)।
ভিসার ধরন অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় কাগজ দেখাতে হবে। ভিসার মেয়াদও নির্ভর করে ভিসার ধরনের ওপর।
অনলাইনে ভিসার আবেদন প্রথম ধাপ : ভিসা প্রক্রিয়া
প্রথমে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। indianvisaonline.gov.in/visa ঠিকানায় গিয়ে বাম পাশে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন লিঙ্ক। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে আপনার কিছু সাধারণ তথ্য যেমন- জন্মতারিখ, আপনার পাসপোর্টের তথ্য, পেশা, কোন ধরনের ভিসা চাচ্ছেন, কেন চাচ্ছেন, ভারতে আগে গিয়েছিলেন কি না ইত্যাদি জানতে চাওয়া হবে। চট্টগ্রাম সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের অধিবাসীরা নিজ নিজ বিভাগের ভারতীয় মিশনে ভিসার জন্য আবেদন করবে, অন্যান্য সব বিভাগের অধিবাসীরা ঢাকাস্থ ভারতীয় মিশনে আবেদন করবে।
টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এবং ওয়েব রেজিস্ট্র্রেশন নম্বর নামের দুটি নম্বর যারা অ্যাপ্লিকেশন করবে সবাইকে দেওয়া হবে। সেগুলো অবশ্যই সেভ করে রাখতে হবে।
ফরমে জানতে চাওয়া হবে আপনি কিভাবে ভারতে যেতে চান- আকাশপথে না স্থলপথে। স্থলপথে যেতে চাইলে জানতে চাওয়া হবে কোন স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ এবং ভারত থেকে আবার বাংলাদেশে ফেরত আসতে চান। মনে রাখতে হবে, যে বন্দর দিয়ে আপনি ভারত প্রবেশ করলেন ঠিক একই বন্দর দিয়ে আপনাকে দেশে ফিরতে হবে। ফরম পূরণের সময়ই আপনার কাছে জানতে চাইবে আপনি কবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে ভিসার জন্য দেখা করতে পারবেন। তাদের প্রস্তাবিত তারিখ সাধারণত ফরম পূরণের ৭ থেকে ১০ দিনের মধ্যে হয়। চেষ্টা করুন আপনার সুবিধামতো যত আগে সম্ভব সেই তারিখটি বাছাই করতে। কারণ একবার চেষ্টা করে ভিসা না পেলে আবার আপনাকে প্রথম থেকে পুরো প্রক্রিয়াটি শুরু করতে হবে। প্রক্রিয়াটি শুরু করতে ২০ দিন অপেক্ষা করতে হবে।
কেউ যদি দেখা করার সম্ভাব্য তারিখ না পান, তবে অ্যাপ্লিকেশন ফরমে আবার গিয়ে ডান কোণে রিপ্রিন্ট অপশনে গিয়ে জন্মতারিখ ও ওয়েব রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবার চেক করে নিন। অ্যাপ্লিকেশন ফরম পূরণ করা শেষে পূরণকৃত ফরমটি প্রিন্ট করুন। প্রিন্ট করতে না পারলে রিপ্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করুন।
দ্বিতীয় ধাপ : ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখন
এবার অ্যাপ্লিকেশন ফরমে উল্লিখিত তারিখে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও প্রদান করতে হবে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (Indian visa Application center, IVAC) বাইরে ভিড় দেখে দমে যাবেন না।
রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিবাসীরা তাদের নিজ নিজ বিভাগীয় শহরে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (IVAC Rajshahi, IVAC Sylhet, IVAC Khulna,অথবা IVAC Chittagong) যাবেন। অন্যদের ঢাকাস্থ গুলশান বা মতিঝিলের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (IVAC Gulshan অথবা IVAC Motijheel) উপস্থিত হতে হবে।
www.ivacbd.com_এ পেয়ে যাবেন সবগুলো IVAC-এর পূর্ণাঙ্গ ঠিকানা। IVAC- আশপাশের দালালদের এড়িয়ে চলুন। নিজের কাজটুকু নিজেই করুন।
পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরমটি প্রিন্ট কপি জমা দিতে হবে। এক কপি ছবি লাগবে, যা আপনি ফরমটির সঙ্গে আঠা দিয়ে এঁটে দেবেন। উল্লেখ্য, পাসপোর্ট বা অন্য আকারের ছবি হবে না। ছবির আকার ২ বাই ২ ইঞ্চি হতে হবে।
ফরমের সঙ্গে আরো লাগবে : আপনার পাসপোর্টের ফটোকপি ও পাসপোর্ট, মানি এন্ডোর্সমেন্টের কাগজ, আপনার স্থায়ী নিবাসের কাগজপত্র, বাসার Utility Bill-এর কাগজ (এটা হতে পারে আপনার বাসার টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল অথবা পানির বিল)। আপনি যে পেশায় আছেন তার প্রমাণ (যেমন- আপনি শিক্ষার্থী হলে আপনার Student ID Card-এর ফটোকপি), আপনার ভোটার আইডি বা জন্ম সনদের ফটোকপি। এ ছাড়া ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যেমন- কনফারেন্স ভিসার জন্য কনফারেন্সে যোগদানের আমন্ত্রণপত্র বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি-সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি প্রয়োজন। ভিসা প্রসেসিং ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে।
তারা আপনাকে একটি স্টিকার দেবে এবং আবার দেখা করার তারিখ জানিয়ে দেবে, যেদিন আপনি এসে আপনার পাসপোর্ট ফেরত নিতে যাবেন।
তৃতীয় ধাপ : অপেক্ষা এবং ফলাফল
পাসপোর্ট IVAC-এ জমাদানের পর তাদের দেওয়া পাসপোর্ট ফেরত নেওয়ার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপনার ভিসা পাওয়ার কাজ কত দূর অগ্রসর হলো তা আপনি ঘরে বসেই জানতে পারবেন www.ivacbd.com-এ গিয়ে বাম পাশে Track your visa Application-এ ক্লিক করে। তাদের প্রদত্ত স্টিকার নম্বর আর ওয়েব রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আপনার ভিসার কাজের অগ্রগতি জেনে নিন। Processing দেখালে বুঝবেন কাজ চলছে। Not Processed দেখালে বুঝবেন তারা আপনার ভিসার কাজ শুরু করেনি। Processed দেখালে বুঝবেন আপনার ভিসা নিয়ে তারা কাজ শেষ করেছে।
আপনাকে পাসপোর্ট উঠিয়ে আনার একটি তারিখ দেওয়া হলেও ভিসা অ্যাপ্লিকেশন Track করে যত দিন না দেখবেন Processed লেখা হয়েছে, তত দিন IVAC-এগিয়ে কাজ নেই। গেলে আপনাকে একটি কথাই বলবে 'পরে আসেন, এখনো ভিসার কাজ শেষ হয়নি।'
তিন মাসের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। নতুবা পাসপোর্টের দায়ভার IVAC নেবে না। সর্বশেষ Processed লেখা দেখে আপনি IVAC-এ গিয়ে আপনার পাসপোর্ট ফিরিয়ে আনবেন, পাসপোর্টের পাতা উল্টিয়ে দেখবেন কাঙ্ক্ষিত ভারতের ভিসা পাসপোর্টে লেগেছে কি না।
Comments
Post a Comment